সারা বাংলা

ময়মনসিংহে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, ভৈরব, নেত্রকোনা ও ঝারিয়ার সঙ্গে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রেলওয়ে ময়মনসিংহের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক ট্রেন চালুর বিষয়টি নিশ্চিত করেন।  

নাজমুল হক জানান, নেত্রকোনার জারিয়া রেলস্টেশন থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের দুটি বগি দুপুর দেড়টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এসে লাইনচ্যুত হয়। পরে খবর পেয়ে কেওয়াটখালী লোকো শেডো থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।