খেলাধুলা

মেলবোর্ন আমার ‘ঘরের মাঠ’, ভারতকে হারিসের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়ায় হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেউ গ্রাউন্ডে, যে মাঠ পাকিস্তানি পেসার হারিস রউফের নখদর্পণে। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে সেটাই মনে করিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি।

গত বছর যে কোনও ফরম্যাটের বিশ্বকাপে ভারতকে প্রথমবার হারায় পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদির তোপের পর মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের অপরাজিত জুটিতে ১০ উইকেটে জেতে তারা। এশিয়া কাপে উত্তেজনা ছড়িয়ে সেই হারের প্রতিশোধ নেয় ভারত। তবে সুপার ফোরে হেরে রোহিত শর্মাদের বিদায়ের পথ তৈরি হয়। আগামী বিশ্বকাপেও আবার দুই দল মুখোমুখি হচ্ছে শুরুতেই। এই ম্যাচের জন্য ‘ঘরের মাঠে’ বিশেষ পরিকল্পনা করে রেখেছেন হারিস।

ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি শেষে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত সিরিজের শীর্ষ উইকেটশিকারি হারিস। বুধবারের ম্যাচ শেষে তিনি বললেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ সবসময় অনেক চাপের। গত বছর বিশ্বকাপে, আমি অনেক চাপ অনুভব করেছিলাম। কিন্তু এশিয়া কাপের দুটি ম্যাচে কোনও চাপ মনে হয়নি কারণ আমি জানতাম আমাকে শুধু সেরাটা দিতে হবে।’

মেলবোর্ন স্টার্সের সঙ্গে বিগ ব্যাশ লিগ খেলা হারিস যোগ করেন, ‘আমি যদি সেরাটা দেই, তাহলে তারা আমাকে সহজে খেলতে পারবে না। আসন্ন বিশ্বকাপ ম্যাচের জন্য আমি খুশি, কারণ এটা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এবং সেখানে কন্ডিশন কেমন সেটা সম্পর্কে আমার ধারণা আছে। আমি ইতোমধ্যে ভারতের বিপক্ষে কীভাবে বোলিং করবো, সেই পরিকল্পনা করা শুরু করেছি।’