অন্য দুনিয়া

ভারতীয় ‘সুন্দরী’ বিষ

আনোয়ার হোসেন শাহীনমাগুরা, ৩০ এপ্রিল : নাম সুন্দরী। দেখতেও সুন্দরী। কিন্তু এই সুন্দরীর শরীরে রয়েছে মারাত্মক বিষ। ভারতীয় আম সুন্দরীতে সয়লাব হয়ে গেছে ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাজার। বিশেষ করে, মাগুরায় এ আমের ছড়াছড়ি বেশি। হলুদের আভা এবং বোঁটার দিকে টকটকে লাল এই আম দেখলে মনে হবে হলুদ আলতার মিশ্রণ। ফলে সহজেই যে কাউকে তা আকৃষ্ট করে। ক্রেতা আকৃষ্ট করতে বিক্রেতারা সুন্দর করে সাজিয়ে রাখেন আমগুলো। দিনের পর দিন এই আম দোকানে থেকে গা কুঁচকে যাচ্ছে অথচ নষ্ট হচ্ছে না। বিষাক্ত রাসায়নিক দিয়ে পাকানো আম মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হলেও দেখার যেন কেউ নেই।প্রায় প্রতিটি ফলের দোকানে এসব আম সাজিয়ে রাখা হয়েছে। অভিযোগ আছে, রাসায়নিক দিয়ে কৃত্রিম উপায়ে আমগুলো পাকানো হয়েছে। লোকজন শুধু এর বাহ্যিক রূপ দেখে মুগ্ধ হচ্ছেন। ভারতের মাদ্রাজ থেকে আসা এ আমে সয়লাব দেশের বাজার। সবার আগে বাজারে আসায় কদরও বেশি। ব্যবসায়ীরা জানান, সাধারণত মৌসুম শুরুর আগ থেকে রাজশাহীর আম আসার আগ পর্যন্ত যশোরসহ বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ভারতীয় সুন্দরী আমে বাজার সয়লাব হয়ে যায়। এবারও অবস্থা তাই। দামও চড়া। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা দরে।  

 

রাইজিংবিডি/রাসেল পারভেজ/আবু মো.