জেলা প্রতিবেদক নাটোর, ৩০ এপ্রিল : নাটোরের বিলদহর বাজার এলাকায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও পালটাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়ার বিলদহর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের জন্য যান তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা রুহুল আমিনের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ও প্রতিমন্ত্রী সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে কেউ ফোন রিসিভ করেননি। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সিংড়ার বিলদহরে এ ঘটনার খবর শুনে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রাইজিংবিডি/আরিফুল ইসলাম/রণজিৎ