আন্তর্জাতিক

‘মোদি ঈশ্বরের অবতার’ 

ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে ঈশ্বরের ‘অবতার’ বলে আখ্যা দিয়েছেন উত্তরপ্রদেশের এক মন্ত্রী। রাজ্যের মন্ত্রী গুলাব দেবী বলেছেন, নরেন্দ্র মোদি স্বয়ং দেবতারই একটি রূপ। বুধবার এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার মাধ্য়মিক শিক্ষামন্ত্রী গুলাব দেবী বলেন, ‘মোদি হলেন অবতারের মতো। তিনি অভূতপূর্ব দক্ষতার অধিকারী। কেউ তার সঙ্গে প্রতিযোগিতা করতে পারবেন না। তিনি যদি চান, তাহলে যতদিন তিনি জীবিত, ততদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন।’ 

উত্তরপ্রদেশের চান্দৌসির বিধায়ক গুলাব দেবীর এই বক্তব্য বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। বিজেপির পোক্ত পদ্মদুর্গে নরেন্দ্র মোদির নিজের লোকসভা কেন্দ্র বারাণসী রয়েছে। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে এই বক্তব্যকে বেশ প্রচারধর্মী বলে মনে করছেন বিশ্লেষকরা।  জল্পনা চলছে, ২০২৪ এর পরের লোকসভাতেও নরেন্দ্র মোদিকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করতে পারে বিজেপি। সেই প্রসঙ্গটিও খানিকটা নড়ে চড়ে গিয়েছে গুলাব দেবীর বক্তব্যে।

গুলাব দেবী সাফ বলেছেন ‘জল্পনায় কোনও কিছু পাওয়া যায় না। তিনি (নরেন্দ্র মোদি) একজন অসামান্য ব্যক্তিত্ব। তাকে ঈশ্বর নিজের দূত হিসাবে পাঠিয়েছেন। ’ 

তিনি জানান, যেভাবে গোটা দেশ নরেন্দ্র মোদির কথায় চলে, তাতে বোঝাই যাচ্ছে যে, তিনি কতটা ক্ষমতার অধিকারী।