রাজনীতি

নয়াপল্টনে চল‌ছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

রাজধানীর নয়াপল্টনে শুরু হ‌য়ে‌ছে বিএনপির প্রতিবাদ সমাবেশ। বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমা‌নের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবা‌দে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করেছে।

বুধবার (২ নভেম্বর) দুপুরের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

প্রতিবাদ সমা‌বে‌শে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ ছাড়া সমাবেশে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল এগা‌রোটা থে‌কেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএন‌পি নেতাকর্মীরা। এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারবিরোধী স্লোগান দেন তারা।

সমাবেশের কারণে ফকিরাপুল মোড় থেকে কাকরাইলের নাইটিংগেল মোড় পর্যন্ত সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।