সারা বাংলা

খুলনায় হঠাৎ ২০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে, আতঙ্ক

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামের খাশিটানা হারুন গাজীর বাড়ীর পাশে শাকবাড়িয়া নদীতে ভাটির টানে ওয়াপদার বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এতে হঠাৎ করেই অন্তত ২০০ মিটার নদীগর্ভে বিলিন হয়েছে। 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোর রাতের এই ভাঙন দেখে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ও ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ শুরু করে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. লেয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা জি এম মশিউর রহমান মিলন বলেন, ভোর রাতে শাকবাড়িয়া নদীতে ভাটির টানে আকস্মিক ২০০ মিটার নদী গর্ভে বিলিন হয়ে যায়। তবে দ্রুত বাঁধ মেরামত না করলে জোয়ারে পানিতে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে।

দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান বলেন, রাতের জোয়ারে বেড়িবাঁধে ফাটল ধরেছিলো, ভোর বেলা ভাটির টানে ২০০ মিটারের মতো নদীতে বিলিন হয়েছে। তাই আতঙ্কিত মানুষজন জোয়ারের পানি আটকাতে নিজেরাই রিংবাঁধের কাজ শুরু করে দেয়।