প্রবাস

রেমিট্যান্স বাড়াতে কুয়েতে ‘বাংলাদেশ প্রেসক্লাব’র মতবিনিময় সভা

দেশের বর্তমান পরিস্থিতিতে কুয়েত থেকে রেমিট্যান্স বাড়াতে হবে। সেক্ষেত্রে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে এবং হুন্ডি প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা রয়েছে।

শনিবার কুয়েতে খাইতানস্থ ফারুকী হোটেলে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানার সঞ্চালনায় সভায় বর্তমান সময়সাময়িক বিষয় এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মো. জালাল উদ্দিন, মো. হেবজু, সাদেক রিপন, সেলিম হাওলাদার, মহসিন পারভেজ প্রমুখ।