মিডিয়া

রাইজিংবিডির বিশ্বকাপ ম্যাগাজিন ‘ড্রিবলিং’র পাঠ উন্মোচন

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ উপলক্ষে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম প্রকাশ করেছে বিশ্বকাপ ম্যাগাজিন ‘ড্রিবলিং’। বুধবার (১৬ নভেম্বর) বিকেলে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে ম্যাগাজিনের পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাইজিংবিডি পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়।

অতিথির বক্তব্যে নাট্যব্যক্তিত্ব আজিজুল হাকিম বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সকলের মধ্যেই এক ধরনের উন্মাদনা কাজ করে। সেক্ষেত্রে রাইজিংবিডির প্রকাশিত ড্রিবলিং নতুন মাত্রা যোগ করবে। নতুন প্রজন্মরা এটি পড়ে ফুটবলের অজানা তথ্য-উপাত্ত জানতে পারবেন। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, ফুটবলে বাংলাদেশের দর্শক সে অর্থে নেই। যা আছে কোনও না কোনও দলের সাপোর্টার। আমি বার্তা-কক্ষের মানুষ। বার্তা-কক্ষে এখন প্রতিযোগিতা চলে। অনলাইনে সেটা আরও বেশি। সূক্ষ্ম সময়ে সঠিক খবর দেওয়ার তাড়না থাকে। আমরাও চাই সুনিপুণভাবে সঠিক তথ্য দিতে। আমরা ফুটবলকে ভালোবাসি। আমিও অনেকের মতো স্বপ্ন দেখি, বাংলাদেশও ফুটবলে একসময় উন্নতি করবে।

সাংবাদিক, কথা সাহিত্যিক ও কবি আনিসুল হক বলেন, সারা পৃথিবীতেই ফুটবল জনপ্রিয় খেলা। কোনও সন্দেহ নেই বিশ্বকাপ সবচেয়ে বড় আয়োজন, বড় উৎসব। ওয়ার্ল্ড গ্রেটেস্ট শো। আমরা যখন বিশ্বকাপ ক্রিকেটে যাওয়া শুরু করলাম, তখন এটার উত্তেজনা আমাদের সীমিত হয়ে গেছে। কারণ আমরা বাংলাদেশ পর্যন্ত সাপোর্ট করতে পারি। এরপরই বিভ্রান্ত হয়ে পড়ি, এখন কী করবো! ফুটবলে যেহেতু বাংলাদেশ যায় না, সেহেতু আমরা বাইরে সমর্থন করতে পারি। ব্রাজিল সমর্থক আছে, আর্জেন্টিনার সমর্থক তারচেয়ে বেশি। কারণ নতুন প্রজন্ম ম্যারাডোনার খেলার প্রতি টান। আমার আবার ব্রাজিলের প্রতি টান। যদিও আমার নিজের ধারণা, এবার আর্জেন্টিনা টিম বেটার। জানি না কী হবে। তবে গোপনে জানতে পেরেছি, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে। রাইজিংবিডি এত সুন্দর একটা ‘ড্রিবলিং’ বের করেছে, এজন্য তাদের ধন্যবাদ। আমি ব্রাজিল সাপোর্টার হলেও বলছি, এবার হয়ত আর্জেন্টিনা কাপ জিতবে। তবে আমি নেইমারের দারুণ ভক্ত।  

রাইজিংবিডি ডটকম-এর প্রকাশক এসএম জাহিদ হাসান বলেন, আজকের উপস্থিত সবাইকে রাইজিংবিডির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যুদ্ধের এই সময়ে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে। এমনিতেই আমরা অতিমারিতে ভারাক্রান্ত। এবার মনুষ্যসৃষ্ট কারণে পৃথিবী আক্রান্ত, সেটা দুঃখজনক। যুদ্ধবিগ্রহ থেমে যাক। ফিফা প্রেসিডেন্টও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। আমরা চাই, ফুটবল সবাই উপভোগ করুক। কারণ, গ্রেটেস্ট শো অন আর্থ। এবারের বিশ্বকাপ এশিয়াতে অনুষ্ঠিত হচ্ছে, এটা আমাদের গর্ব। আমরা প্রাণবন্ত খেলার আশা করছি। আর সেই সঙ্গে সবাই ‘ড্রিবলিং’ পড়ার আহ্বান জানাচ্ছি।

সমাপনী বক্তব্যে রাইজিংবিডি পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, বিশ্ব এখন বিশ্বকাপ ‘ঝড়ে’ আক্রান্ত। এর পালে হাওয়া দিতেই প্রকাশিত হয়েছে ‘ড্রিবলিং’। রাইজিংবিডি সবসময় ‘পজিটিভ বাংলাদেশ’ স্লোগানে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্বকাপের ইতিহাস নতুন প্রজন্মকে এক মলাটে জানাতেই এই ম্যাগাজিনের আয়োজন করেছি। ফুটবল বিশ্বকাপে আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে বেশি উন্মাদনা হয়। আমরা সবার আগে ম্যাগাজিন প্রকাশ করতে পেরেছি, এটা আনন্দের। আমরা একটি আদর্শিক পত্রিকা হতে চাই। সবাইকে বিশ্বকাপ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

‘ড্রিবলিং’-এর পাঠ উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি, রাইজিংবিডি ডটকম-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টনসহ প্রতিষ্ঠানটির সাংবাদিক ও কর্মকর্তারা।