স্বাস্থ্য

শিশুদের করোনার টিকার জন্য ঢাকার দুই হাসপাতাল নির্ধারণ

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫-১১ বছরের শিশুদের করোনা টিকা কার্যক্রমের প্রথম ডোজ শেষ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকায় বাদ পড়াদের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য রাজধানীতে দুটি কেন্দ্রকে স্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্র দুটি হচ্ছে-উত্তর সিটির জন্য মহাখালীস্থ ডিএনসিসি করোনা হাসপাতাল ও দক্ষিণ সিটির জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. শামসুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ এরই মধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। তারপরও নানা কারণে যেসব শিশু টিকা নিতে পারেনি, সেসব শিশুদের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের নিমিত্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ডিএনসিসি হাসপাতাল, মহাখালী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এসব কেন্দ্রে শিশুরা প্রথম ডোজ গ্রহণের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবে।