সারা বাংলা

কুমিল্লায় বিএনপির গণসমাবেশে পরিবহন ধর্মঘট থাকছে না 

দেশের অন্য বিভাগগুলোর মতো বিএনপির গণসমাবেশ ঘিরে গুঞ্জন ছিল- এ সমাবেশের আগেই পরিবহন ধর্মঘট দেওয়া হবে। তবে পরিবহন ধর্মঘট আহ্বান করেনি কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২৩) সন্ধ্যায় কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির একাধিক নেতারা বিষয়টি নিশ্চিত করেন।

আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। সমাবেশে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা অংশ নেবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনাসহ বেশকিছু দাবিতে দেশের বিভাগগুলোতে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুর ও কুমিল্লায়ও গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

কুমিল্লায় জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ বলেন, ‘তারা (বিএনপি) এ জেলায় সমাবেশ করুক, আমরা ধর্মঘটে যাচ্ছি না। আমাদের বেশিভাগ পরিবহন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে। ধর্মঘট ডাকা হলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে।’

পরিবহন ধর্মঘটের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, ‘সরকার এ গণসমাবেশ ঘিরে যদি পরিবহন ধর্মঘট দেন, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল হয়ে যাবে। এ সরকারের ১০ হাজার কোটি টাকা ক্ষতি হবে। আশা করি, কুমিল্লায় সরকার ধর্মঘট দেবে না।’