সারা বাংলা

কালাপাড়ায় ফার্নিচার কারখানায় আগুন

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্ন ওই কারখানায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে অগ্নিকাণ্ডে ফরাজী ফার্নিচার এন্ড ডোর নামের ওই প্রতিষ্ঠানটির ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দবি করেছেন মালিক মো. শহজাহান ফরাজী। 

শাহজাহান ফরাজী জানান, শুক্রবার কারখানা বন্ধ থাকে। কোনো কর্মচারী দোকানে ছিলো না। কিভাবে আগুন লেগেছে সেটা বুঝতে পারছি না। 

কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার ইলিয়াস হোসাইন জানান, খবর পেয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। আমাদের দুইটা টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আমাদের সহযোগীতা করেছেন। 

তিনি আরো জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।