সারা বাংলা

বরিশালে নৌ শ্রমিকদের কর্মবিরতি

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন নৌ শ্রমিকরা। এর ফলে বরিশালে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীবন্দর ও লঞ্চঘাট থেকে অভ্যন্তরীন ও দূরপাল্লার যাত্রীবাহী কোনো লঞ্চ ছেড়ে যায়নি বলে জানা গেছে। এতে করে বিপাকে পরেছেন নৌ-যাত্রীরা। আজ সকালে অনেক যাত্রী ঘাটে এসে লঞ্চ চলাচল বন্ধ দেখে হতাশা প্রকাশ করেছেন।

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি আবুল হাসেম মাস্টার বলেন, ‘বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে সারাদেশে এ কর্মবিরতি শুরু করেছে নৌ শ্রমিকরা। ফলে গতকাল শনিবার রাত ১২ টা থেকে সারাদেশের সঙ্গে বরিশাল বিভাগের সব ধরনের পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।’

বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে সারাদেশে তেলবাহী, বালুবাহী ও যাত্রীবাহী নৌযান চলাচল করছে না। আমরা চাই আমাদের যৌক্তিক দাবিগুলো মানা হোক। তবে এ পর্যন্ত সরকারসহ কোনো পক্ষ থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। আর আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’

বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘শ্রমিকদের কর্মবিরতির কারণে সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।’