প্রবাস

দাম্মামে চট্টগ্রাম সমিতির যাত্রা শুরু

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম সমিতি।

শনিবার (২৬ নভেম্বর) দাম্মামের হোটেল হলিডে ইনে জরুরি সভায় নবগঠিত সমিতির কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন তাহের আলম। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।

চট্টগ্রাম সমিতির উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে দুই বছরের জন্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন বাংলাদেশ আন্তর্জাতিক স্কুলের পরিচালনা পরিষদের পরিচালক ইলিয়াস হোসেন।

সভাপতি আবুল হাশেম বাবুল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. আহমেদ সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিরাজুল ইসলাম বাহাদুর, সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম, কোষাধ্যক্ষ ইসমাইল শাহ, দপ্তর সম্পাদক মো. নাছের আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান টিপু, প্রকাশনা সম্পাদক খোরশেদ আলম রুবেলসহ কমিটির ১৫১ সদস্যের নাম ঘোষণা করা হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন—গিয়াসউদ্দিন, শাহাদাত আজিজ, আবুল কালাম আযাদ, মোহাম্মদ আজিম প্রমুখ। সমিতির নেতারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তারা দল-মত নির্বিশেষে সৌদি আরব তথা মধ্যেপ্রাচ্যে চট্টগ্রাম সমিতিকে অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।