খেলাধুলা

কাসেমিরো বিশ্বসেরা, নেইমারের সঙ্গে একমত তিতে

সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে উঠলো ব্রাজিল। একমাত্র গোল করেন কাসেমিরো। মাঠের বাইরে থেকে খেলা দেখেছেন নেইমার। ম্যাচ শেষে কাসেমিরোকে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড এবং তার সঙ্গে একমত পোষণ করেন প্রধান কোচ তিতে।

ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ হাতে রেখে নকআউটে উঠে গেলো ব্রাজিল। ৮৩ মিনিটে কাসেমিরো করেন জয়সূচক গোল। নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে তার অভাব টের পেলেও ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার মাঝমাঠে উজ্জীবিত পারফরম্যান্স করেছেন এবং তার গোলেই জিতলো সেলেকাওরা।

ম্যাচ শেষে কাসেমিরোকে নিয়ে নেইমার টুইট করেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো।’

সংবাদ সম্মেলনে তিতের কাছে জানতে চাওয়া হয়, নেইমারের মতামতের সঙ্গে তিনি একমত কি না। উত্তরে কোচ বলেন, ‘অভ্যাসবশত আমি সবসময় অন্যদের মতামতকে সম্মান করি এবং সেটা নিয়ে মন্তব্য করি না। কিন্তু আমি আজ সেটা করবো। আমি একমত (নেইমারের সঙ্গে)।’