প্রবাস

চীনে ভোকেশনাল এডুকেশন অ্যালায়েন্সের উদ্বোধন

আন্তর্জাতিক সিস্টার সিটিগুলোর সঙ্গে গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের বৃত্তিমূলক শিক্ষাকে প্রসার ঘটাতে প্রতিষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল সিস্টার সিটিজ ভোকেশনাল এডুকেশন অ্যালায়েন্স’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে হাইব্রিড প্ল্যাটফর্মে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

ফরেন অ্যাফেয়ার্স অফিস অব দ্য গুয়াংশি অটোনমাস রিজিওন, দ্য ডিপার্টমেন্ট অব এডুকেশন অব দ্য গুয়াংশি অটোনমাস রিজিওন, দ্য গুয়াংশি অটোনমাস রিজিওন পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসসহ অন্যান্য প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল সিস্টার সিটিজ ভোকেশনাল এডুকেশন অ্যালায়েন্স’ গঠিত হয়েছে।

গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের বিদেশবিষয়ক কার্যালয়ের সহকারী পরিচালক এবং দ্য গুয়াংশি অটোনমাস রিজিওন পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিসের ভাইস প্রেসিডেন্ট ঝুও থং, গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের শিক্ষা বিভাগের আন্তর্জাতিক সহযোগিতা ও বাণিজ্য বিভাগের পরিচালক লুও ইয়াওগুয়াং, নাননিং কলেজ অব ভোকেশনাল টেকনোলজির প্রেসিডেন্ট ঝুও ওয়াং, গুয়াংশি পলিটেকনিক অব কনস্ট্রাকশনের প্রেসিডেন্ট ওখুন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

১০টি দেশের ১৫টি সিস্টার সিটি থেকে ৩৭টি কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং চীনের গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের ৯টি শহরের ২২টি ভোকেশনাল কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে একটি কৌশলগত চুক্তি করেছে।

কৌশলগত চুক্তির ক্ষেত্রগুলো হলো—তথ্য প্রযুক্তি, শিল্প দক্ষতা, রেলওয়ে নির্মাণ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কৃষি ও বনবিদ্যা, আর্থিক অর্থনীতি, ব্যবসা ও হোটেল ব্যবস্থাপনা এবং একাডেমিক সুবিধার পাশাপাশি অন্যান্য শিক্ষা ও প্রশিক্ষণ।

গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চল ১৯৭৯ সালে প্রথম সিস্টার সিটি প্রতিষ্ঠার করে। তারপর থেকে গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সিস্টার সিটির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বিনিময়ের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। গুয়াংশি স্বায়ত্তশাসিত অঞ্চল পাঁচটি মহাদেশের ৩৮টি দেশের সঙ্গে ১২৪টি আন্তর্জাতিক সিস্টার সিটি স্থাপন করেছে।