ভোলার বোরহানউদ্দিন থেকে কথিত জিনের বাদশা মো. নাজিম উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৩ ডিসেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলার চাঁদনীর হাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজিম উদ্দিন ওই উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে।
র্যাব-৮ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হুজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি ১৫ দিন আগে র্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।
এতে আরও জানায়, নাজিম উদ্দিন নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।