অর্থনীতি

আরেক দফা বাড়ল এলপিজির দাম

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে হিসাবে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা শূন্য ৯ পয়সা।

রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়বে বলেও জানান তিনি।

এর আগে, নভেম্বর মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভ্যাটসহ ১ হাজার ২৫১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তার আগের মাসে যা ছিল ১২০০ টাকা।