মিডিয়া

প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবে পেশাগত দায়িত্ব পালনের সময় হামলার শিকার ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার আল হাসিব পান্থ ও মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আল মারুফের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে পেশাগত নিরাপত্তাসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা মারধর কিংবা হামলার শিকার হন, তখন কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন অনেকেই। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

এসময় বক্তব্য দেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, মানবজমিনের বার্তা সম্পাদক সাজেদুর হক, ঢাকা রিপোর্টার্স ইউনিয়নের সদস্য মনির মিল্লাত, মোজাম্মেল হক তুহিন, ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, রাইজিংবিডি ডটকম-এর সিনিয়র রিপোর্টার মেসবাহ য়াযাদ, প্রতিদিনের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, সমকালের স্টাফ রিপোর্টার জাকারিয়া ইবনে ইউসুফ, আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম, বিজনেস স্ট্যান্ডার্ড-এর স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন প্রমুখ।