আন্তর্জাতিক

 কোভিড নীতির কঠোর বিধিমালা প্রত্যাহার শুরু চীনের

কঠোর শূন্য কোভিড নীতির বিধিমালা প্রত্যাহার করছে চীন। এর অংশ হিসেবে মানুষদের জোর কের কোয়ারেন্টাইন শিবিরে পাঠানোর ব্যবস্থা বাতিল করা হয়েছে। সরকারের কোভিড নীতির বিরুদ্ধে বিক্ষোভের এক সপ্তাহের মাথায় বুধবার এ ঘোষণা এলো।

বিবিসি জানিয়েছে, করোনার মৃদু কিংবা কোনো উপসর্গ দেখা না গেলে কোনো নাগরিক চাইলে সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রের বদলে নিজেদের বাসায় আইসোলেশনে থাকতে পারবেন। এছাড়া কোনো অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে তাদের করোনার শনাক্ত পরীক্ষার ফল দেখাতে হবে না এবং দেশের ভেতরে মুক্তভাবে চলাফেরা করতে পারবেন।

সরকারের এই সিদ্ধান্তে নাগরিকরা স্বস্তি পেলেও হঠাৎ করে এ ধরনের পরিবর্তনে অনেকের মধ্যে উদ্বেগ দেখা গেছে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে এক জন লিখেছেন, ‘অবশেষে! আমি আর সংক্রামিত হওয়া বা ঘনিষ্ঠ যোগাযোগ হিসাবে নিয়ে যাওয়া নিয়ে চিন্তা করব না।’

আরেকজন লিখেছেন, ‘কেউ কি আমাকে ব্যাখ্যা করতে পারেন কি ঘটছে? কেন হঠাৎ এবং এত বড় পরিবর্তন?’