আন্তর্জাতিক

জার্মানিতে অভ্যুত্থান চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২৫

সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে জার্মানিজুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চরম ডানপন্থী এবং প্রাক্তন সামরিক কর্মকর্তাদের একটি দল পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগ দখলের জন্য প্রস্তুতি নিয়েছিল বলে বুধবার জানিয়েছে বিবিসি।

প্রিন্স হেনরিখ ত্রয়োদশ নামের অভিজাত ব্যক্তিকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল অভ্যুত্থান চেষ্টাকারীদের। ১১টি জার্মান রাজ্যে অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দলনেতাদের অন্যতম ছিলেন তিনি।

ষড়যন্ত্রকারীরা চরমপন্থী রাইখসবার্গার (রাইখের নাগরিক) আন্দোলনের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে সহিংস আক্রমণ ও বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য জার্মান পুলিশের নজরদারিতে ছিল। তারা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দিতেও অস্বীকার করে। অন্যান্য ষড়যন্ত্রকারীরা কিউআনন আন্দোলনের সদস্য বলে মনে করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ জন পুরুষ ও নারী এই ষড়যন্ত্রের অংশ ছিল বলে অভিযোগ করা হচ্ছে। গোষ্ঠীটি সরকার উৎখাত করার এবং ১৮৭১ সালের জার্মানির আদলে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করেছিল, যার নাম দেওয়া হয়েছে দ্বিতীয় রাইখ।

ফেডারেল প্রসিকিউটর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে এখনও এই গোষ্ঠীর নাম নেই।’