আইন ও অপরাধ

‘নয়াপল্টন একটি ক্রাইমসিন, কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রবেশের অনুমতি নেই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় একটি ক্রাইমসিন, এখানে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশেষজ্ঞ টিম কাজ করছে। এ কারণেই সবার প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, এখান থেকে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করা হয়েছে। আরও অনেক কিছু থাকতে পারে। সেটার জন্য আমাদের বিশেষজ্ঞরা কাজ করছে। সেটা শেষ না হওয়া পর্যন্ত এখানে কারো প্রবেশের অনুমতি নেই।  তবে স্থানীয় বাসিন্দা বা অফিসে নিজের পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলে নিশ্চিন্তে প্রবেশ করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ দলের কাজ শেষ না হওয়া পর্যন্ত বিএনপি অফিস কিংবা এই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না।

তিনি বলেন, বিএনপির যেসব নেতাকর্মীকে আমরা গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার কারো কারো বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাদের গ্রেপ্তার দেখানো হবে। তবে সবার নামেই নতুন করে মামলা হবে। তাছাড়া অনেককে অজ্ঞাত আসামি করা হবে। পরবর্তীতে তদন্ত সংশ্লিষ্টরা তদন্ত পূর্বক দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি গত বুধবারের (৮ ডিসেম্বর) ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।