খেলাধুলা

নেচে গোল উদযাপন নিয়ে মুখ খুললেন ভিনিসিউস

দক্ষিণ কোরিয়াকে শেষ ষোলোতে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠা এই জয়ের প্রতিটি গোল ব্রাজিলিয়ান খেলোয়াড়রা উদযাপন করেছেন সাম্বা নাচের তালে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়াকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বললেন, তারা বিশ্বকাপে গোল উদযাপনে নাচ বন্ধ করবেন না। কারণ এটা তাদের আনন্দের প্রকাশ।

কোরিয়ানদের বিপক্ষে প্রথম গোল করেন ভিনিসিউস। তারপর নেইমার, পাকুয়েতাদের সঙ্গে নাচেন তিনি, কারও কারও চোখে যা ছিল দৃষ্টিকটু। সাবেক ম্যানইউ মিডফিল্ডার রয় কিনের মতো বিশেষজ্ঞ বলেছেন, এটা ছিল ‘অসম্মানজনক’, যা পরিণত হয় ভাইরাল আলোচনায়।

কিন্তু ভিনিসিউস বললেন, নেচে প্রতিপক্ষকে অসম্মান করেনি তারা। তিনি বলেন, ‘নিঃসন্দেহে কিছু লোক অভিযোগ করতে ভালোবাসে যখন তারা অন্যদের সুখে দেখতে পায়। আমরা ব্রাজিলিয়ানরা আনন্দ করতে ভালোবাসি, সুতরাং এটা সবসময় মানুষকে বিরক্ত করবে।’

ভিনিসিউস আরও বলেন, ‘ফুটবলে গোল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, আর বিশ্বকাপে তো আরও বেশ গুরুত্বপূর্ণ। সুতরাং এই আনন্দের মুহূর্ত শুধু আমাদের, খেলোয়াড়দের জন্য নয়, আমাদের পুরো দেশের জন্য।’

আরও এমন মুহূর্ত চান রিয়াল ফরোয়ার্ড, ‘আমাদের আরও অনেক উদাযাপন বাকি আছে। তাই আমাদের আরও ভালো খেলে যেতে হবে, জিততে হবে এবং আনন্দে থাকতে হবে।’ সমালোচকদের নিয়ে মোটেও ভাবেন না ভিনিসিউস, ‘আমাদের ঠাণ্ডা থাকতে হবে এবং মনোযোগ দিতে হবে। কারণ আমাদের বিরোধীর চেয়ে অনেক বেশি লোক আমাদের সঙ্গে আছে।’