সারা বাংলা

রসিক নির্বাচনে আ. লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী আতাউর জামান বাবু মনোনয়ন প্রত্যাহার করেছেন। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রসিক রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের কাছে নিজ মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন আতাউর জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সহসভাপতি আবুল কাশেমসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র প্রত্যাহারকালে আতাউর জামান বাবু আগামী ২৭ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুতফার পক্ষে কাজ করবেন বলে জানান।

তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ছিল আজ। 

বর্তমানে রসিকের জনসংখ্যা প্রায় ১০ লাখ। ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ৯ ডিসেম্বর।