আন্তর্জাতিক

থাইল্যান্ড উপকূলে নৌকায় আটকে আছে দেড় শতাধিক রোহিঙ্গা

থাইল্যান্ড উপকূলে দেড় শতাধিক রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা সাত দিনের বেশি সময় ধরে ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। নৌকায় থাকা বেশ কয়েক জন খাদ্য ও পানীয়ের অভাবে মারা গেছে। নৌকাটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অধিকার কর্মীরা। 

অধিকার গ্রুপ আরাকান প্রজেক্টের  পরিচালক ক্রিস লিউয়া জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে নৌকাটি বাংলাদেশ উপকূল ছেড়ে যাওয়া। এই রোহিঙ্গারা কক্সবাজার এলাকা থেকে পালিয়েছে। নৌকাটি থাইল্যান্ডের দক্ষিণের রানং উপকূলে পৌঁছানোর পর নৌকাটির তলদেশ ছিদ্র হয়ে যায়।

তিনি বলেন, ‘(তাদের) নৌকায় খাবার ও পানি প্রায় ফুরিয়ে গেছে। পুরুষরা মরিয়া হয়ে নৌকা থেকে পানি বের করার চেষ্টা করছিল।’

ক্রিস জানান, নৌকায় যারা ছিল তারা জানিয়েছে, থাই নৌবাহিনীর একটি জাহাজ নৌকাটি দেখেছে কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

থাই নৌবাহিনীর এক কর্মকর্তা ফোনে রয়টার্সকে জানান, নৌকাটি থাই জলসীমায় প্রবেশ করেনি এবং বর্তমানে ভারতীয় ভূখণ্ডে রয়েছে। 

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা একটি নৌকা আটকে থাকার তথ্য পেয়েছেন। তবে এটি ভারতীয় জলসীমায় ছিল না। নৌকাটি বর্তমানে কোথায় আছে জানতে চাইলে এ কর্মকর্তা কোনো মন্তব্য করেননি।

থাইল্যান্ডভিত্তিক রোহিঙ্গা কর্মী সিয়েদ আলম জানান, তিনি নৌকায় থাকা ব্যক্তিদের আত্মীয়দের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছে, কিছু যাত্রী মারা গেছে। 

তিনি বলেছেন, ‘তাদের অবস্থা খুবই খারাপ... (তারা) ক্ষতবিক্ষত এবং যদি কোন সাহায্য না পায় তাহলে তারা মারা যাবে।’