খেলাধুলা

সিলেটে ভারত ‘এ’ দলের রানপাহাড়, কঠিন চ্যালেঞ্জ মিঠুনদের

সিলেটে ‘এ’ দলের চার দিনের টেস্টে ভারত ও বাংলাদেশের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে রানপাহাড় গড়েছে অতিথিরা, ম্যাচ বাঁচাতে বাংলাদেশ ‘এ’ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ।

বাংলাদেশের ২৫২ রানের জবাবে অভিমন্যু ঈশ্বরনের দেড়শ ছাড়ানো ইনিংস, সঙ্গে পাঁচ ফিফটিতে ভারত ৯ উইকেটে ৫৬২ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। ৩১০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে ৪৯ রানে দিন শেষ করেছে। ম্যাচ বাঁচাতে শেষ দিন পার করতে হবে ৮ ব্যাটসম্যানকে নিয়ে। মোহাম্মদ মিঠুনের দল পিছিয়ে ২৬১ রানে।

৫ উইকেটে ৩২৪ রানে দিন শুরু করেছিল ভারত। ঈশ্বরন ১৪৪ রানে খেলতে নেমে থামেন ১৫৭ রানে। এরপর শির্কার ভরত (৭৭), জয়ন্ত যাদব (৮৩), সৌরভ কুমার (৫৫) ও নবদীপ সাইনির (৫০) অপরাজিত ফিফটিতে সাড়ে পাঁচশ ছাড়ায় অতিথিদের স্কোর।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন মুশফিক হাসান ও হাসান মুরাদ। দুটি পান সুমন খান।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। ভারতের বিপক্ষে টেস্ট দলে ডাক পাওয়ার দিনে জাকির হাসান মাত্র ১২ রানে থেমেছেন। দলীয় ৪৪ রানে মাহমুদুল হাসান জয়ও (১০) সুবিধা করতে পারেননি। সাদমান ইসলাম ২২ ও মুমিনুল হক ৪ রানে অপরাজিত থেকে শেষ দিন মাঠে নামবেন।