আইন ও অপরাধ

আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি কে, জানা যাবে তদন্তের পর 

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বুধবার বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার পরিচয় কী- তা নিয়ে চলছে আলোচনা। তবে তাকে শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে একথা জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বিপ্লব কুমার বলেন, গতকালের ঘটনার পর জননিরাপত্তা রক্ষায় পুলিশের সবাই ব্যস্ত রয়েছে। জার্সি পরা ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে। ওই ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর, না আন্দোলনকারীদের একজন- তা তদন্তের পরেই আমরা নিশ্চিত করে বলতে পারবো।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরাও ইট পাটকেল ছুড়ে মারে। ওই এলাকা তখন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পল্টন, মতিঝিল, শাহজাহানপুর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ।