সারা বাংলা

‘সঠিক পরিকল্পনায় দেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সঠিক পরিকল্পনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি দেশকে গৃহহীন মুক্ত করার পরিকল্পনা নিয়েছেন। আগামী এক বছরের মধ্যে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডাঙ্গায় মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পাওয়া উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘বিগত সরকারের সময় দেশে সবকিছু থাকলেও পরিকল্পনা ছিল না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সার্বিক দিকনির্দেশনায় দেশের উন্নয়ন দুর্বার গলিতে চলছে। এই উন্নয়ন তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। রাজশাহী এক সময় বাংলাদেশের অপেক্ষাকৃত পিছিয়ে থাকা জনপদ ছিল। এখন তা নেই। আগামীতে উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী হবে কেন্দ্রবিন্দু।’

পবা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও জেলা প্রশাসক আবদুল জলিল। সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা। অনুষ্ঠানে ১৯টি পরিবারের মাঝে খাদ্যশস্য ও কম্বল বিতরণ করেন জ্যেষ্ঠ সচিব।