সারা বাংলা

রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (৭ ডিসেম্বর) ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলি চালানোর প্রতিবাদে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজশাহী জেলা ও মহানগর বিএনপি বিক্ষোভ করে।

দেশজুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা নগরীর সোনাদিঘী মোড় থেকে মিছিল বের করে। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে নগরীর মালোপাড়ায় নগর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা। বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন প্রমুখ।

তারা নয়াপল্টনে নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে তারা পুলিশের শাস্তির দাবি করেন। তারা বলেন, হামলা, মামলা, খুন ও আটক যতই হোক ঢাকার গণসমাবেশ যথা সময়ে, যথাস্থানে হবে। আর ঢাকার ওই গণসমাবেশে রাজশাহী থেকেও বিপুল সংখ্যক বিএনপির দলীয় নেতাকর্মী যাবে বলেও ঘোষণা দেন তারা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক প্রমুখ।