আইন ও অপরাধ

ছেলের জিহাদের বিষয়ে জানতেন শফিকুর রহমান

ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহসহ ১০ জনের আরাকানে জিহাদের উদ্দেশ্যে হিজরত করার বিষয়ে অবগত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শফিকুর রহমানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আবুল বাসার। রিমান্ড আবেদনে এ কথা জানান তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শফিকুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রাফাতের বাবা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাফাত এবং আরিফ ফাহিম আত্মীয়। আরিফ ফাহিমের বাবা বাসেদ মিয়া জামায়াতে ইসলামীর সিলেট দক্ষিণ জেলা শাখার শুরা সদস্য। তদন্তকালে জানা যায়, জঙ্গি সংগঠনের সদস্যরা রাফাতের নেতৃত্বে প্রায় সময়ই সিলেট শহরের সবুজবাগে শফিকুর রহমানের বাড়িতে সাংগঠনিক মিটিং করত। রাফাত জিঙ্গাসাবাদে জানিয়েছে, ২০২১ সালে সেসহ ১০ জন আরাকানে জিহাদ করার উদ্দেশ্যে যখন হিজরত করে, তখন তাদের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং জিহাদের উদ্দেশ্যে হিজরত করার বিষয়ে তার পরিবার, বিশেষ করে তার বাবা শফিকুর রহমান পুরোপুরি অবগত ছিলেন। পরবর্তী সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে রোহিঙ্গা জঙ্গি নেতাদের সঙ্গে মিটিং শেষে সাংগঠনিক সিদ্ধান্তে তারা সিলেটে আসার বিষয়ে শফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। শফিকুর রহমান নিজস্ব ব্যবস্থা ও পৃষ্ঠপোষকতায় লোকজন পাঠিয়ে দুটি গাড়িতে করে হিজরত করা ১১ সদস্যকে বান্দরবান থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন। শফিকুর রহমান তার ছেলে রাফাত এবং আরিফ ফাহিমদের বাকি ৯ জনের কাছ থেকে আলাদা করে ঢাকায় নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখেন।

আবেদনে আরও বলা হয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল শ্বারকিয়া সদস্যদের জঙ্গি কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা ও বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন জামায়াতের শফিকুর রহমান। আনসার আল ইসলাম এবং জামায়াতুল আনসার ফিল হিন্দাল শ্বারকিয়ার নাশকতার পরিকল্পনাসহ দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর হামলার পরিকল্পনার সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদঘাটনের লক্ষ্যে শফিকুর রহমানেরর ১০ দিনের রিমান্ড প্রয়োজন।