আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

রাশিয়ার হামলার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার তিনি জানিয়েছেন, ওয়াশিংটনে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করবেন।

হোয়াইট হাউসও এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসের প্রথম দিকে ওয়াশিংটন জানিয়েছিল, ইউক্রেনকে একটি প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি সরবরাহ করবে, যা দেশের বিমান প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

জেলেনস্কি মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

তিনি টুইটারে লিখেছেন, ‘ইউক্রেনের স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি।’

জেলেনস্কি নিয়মিত রাজধানী কিয়েভে বিদেশী নেতাদের আতিথিয়তা করেন এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যুদ্ধক্ষেত্রে সেনাদের সঙ্গে দেখা করেন। কিয়েভে নিজের অফিস থেকেও তিনি টেলিফোনে ও ভিডিও কলের মাধ্যমে বিশ্ব নেতাদের সাথে কথা বলেন। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম বিদেশে তিনি সফর করছেন। তার এই সফর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্কের গুরুত্বের ইঙ্গিত দিচ্ছে।