খেলাধুলা

লুডুতে চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া, রানার-আপ ইউসুফ আলী খান

ওয়ালটন-বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২২ এ আজ বুধবার (২৮ ডিসেম্বর, ২০২২) সদস্য নয় এমন সাংবাদিকদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশ টিভির তাপসী রাবেয়া চ্যাম্পিয়ন ও বিটিভির ইউসুফ আলী খান রানার-আপ এবং বৈশাখী টিভির মুক্তা মাহাবুব তৃতীয় হন।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ও ওয়ালটনের আয়োজনে এই ফেস্টিভ্যালে মোট ৭টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে ৬টি বিএসআরএফ সদস্যদের জন্য। এছাড়া ১টি ইভেন্ট সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য। দাবা, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, ব্রিজ, টেবিল টেনিস, লুডু সদস্যদের জন্য এবং লুডু সদস্য নয় এমন সাংবাদিকদের জন্য।

ইতোমধ্যে লুডু, দাবা, স্পেড ট্রাম, ক্যারম একক, ক্যারম দ্বৈত প্রতিযোগিতা শেষ হয়েছে।