সারা বাংলা

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক

বগুড়ায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারিয়েছেন মিলন নামের এক যুবক। বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া রেলস্টেশনে এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে।

বগুড়া রেলস্টেশনের সুপারিন্টেনডেন্ট সাজেদুর রহমান সাজু বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশনে আসে। ট্রেনটি রংপুরে যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দেয়। এসময় মিলন দৌড়ে ট্রেনে উঠার চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মিলনের দুই পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রেল পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (‌ছিলিমপুর) ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) র‌কিবুল হাসান বলেন, ‘হাসপাতালে ওই যুবকের চিকিৎসা চলছে। তার অবস্থা গুরুতর।’