বিনোদন

মৃণাল সেন হয়ে পর্দায় আসছেন চঞ্চল

কলকাতার গুণী পরিচালক সৃজিত মুখার্জি। বেশ কটি বায়োপিক নির্মাণ করেছেন তিনি। এবার নির্মাণ করতে যাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। কিন্তু নির্মাতা কিংবা অভিনেতা কেউ-ই বিষয়টি নিশ্চিত করেননি।

৩০ ডিসেম্বর মৃণাল সেনের মৃত্যুবার্ষিকী; একই সঙ্গে বছরের শেষ লগ্ন। এবার সৃজিত জানালেন, বায়োপিকটিতে চঞ্চল অভিনয় করবেন। এক সপ্তাহ আগে মৃণাল সেনের চরিত্রে চঞ্চল চৌধুরীকে চূড়ান্ত করেন এই নির্মাতা।

এই চরিত্রের জন্য চঞ্চল চৌধুরীকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সৃজিত মুখার্জি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন— ‘প্রথমত দু’জনের মুখের মিল আছে, সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। এটাও কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা রয়েছে।’

এ সিনেমায় মৃণাল সেনের ব্যক্তিগত এবং পরিচালনার জীবন বেশি থাকবে। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত কলকাতা ট্রিলজি সিনেমার অনেকটা জুড়ে থাকবে। সিনেমাটিতে মনামী ঘোষ, সম্রাট চক্রবর্তীও রয়েছেন।

সৃজিত মুখার্জি মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে চেয়েছিলেন। লকডাউনের সময়ে চিত্রনাট্যও রচনা করে ফেলেছিলেন তিনি। পরে সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন। স্বভাবতই সিরিজের তুলনায় দৈর্ঘ্য কমাতে হয়েছে। সৃজিতকে সাহায্য করেছেন মৃণাল সেনের পুত্র কুণাল সেন। যাকে মৃণাল ‘বন্ধু’ বলে সম্বোধন করতেন। কুণাল সৃজিতকে সিনেমাটি নির্মাণের অনুমতি দিয়েছেন। আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে বায়োপিকটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন পরিচালক।