ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তার তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত আম্বানি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন হয়।
রাজস্থান থেকে মুম্বাই ফিরে আসেন অনন্ত-রাধিকা। এ উপলক্ষে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর তাতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—শাহরুখ খান, সালমান খান, রণবীর কাপুর, আলিয়া ভাট, রণবীর সিং, জাহ্নবী কাপুর প্রমুখ।
এ অনুষ্ঠানে সালমান খানের আগমন আলাদাভাবে নজর কেড়েছে। সাধারণত সালমান খানকে ক্যাজুয়াল ড্রেসে দেখা যায়। তবে এবার পোশাকের থিম বদলে ফরমাল লুকে হাজির হন তিনি।
কিছু দিন আগে বাবা-মা হয়েছেন তারকা দম্পতি রণবীর কাপুর-আলিয়া ভাট। এ জুটি একসঙ্গে উপস্থিত হন এই পার্টিতে। আলিয়া সবুজ রঙের পোশাকের সঙ্গে হালকা মেকআপ নিয়েছিলেন। অন্যদিকে কালোর রঙের কোর্তা সেটে দারুণ লাগছিল রণবীর কাপুরকে।
রণবীর সিং অভিনীত ‘সার্কাস’ সিনেমাটি কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। কিন্তু বছর শেষে বক্স অফিসে সুপার ফ্লপ এটি। তবে এই ব্যর্থতার ছায়া ছিল না রণবীর সিংয়ের চোখে-মুখে। বরং বরাবরের মতো স্টাইলিশ লুকে পার্টিতে এন্ট্রি নেন এই তারকা।
প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর হাজির হয়েছিলেন পার্টিতে। কিন্তু এবার ওয়েস্টার্ন লুকে নয়। দেশি সাজে দেখা যায় তাকে। গোলাপী রঙের শাড়ির সঙ্গে একই রঙের এমব্রয়ডারি করা ব্লাউজ পরেছিলেন তিনি।