রাজনীতি

বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুবের অবস্থার অবনতি

বিএনপির ভাইস চেয়ারম্যান, প্রবীণ আইনজীবী ও সুপ্রিম কোর্ট বারের একাধিকবারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।গত ২৮ ডিসেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, অ্যাডভোকেট খন্দক‌ার মাহবুব হোসেনের সর্বশেষ শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি এখনও সিসিইউতে চিকিৎসাধীন।

অ্যাডভোকেট খন্দকার মাহব‌ুব হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে শায়রুল জানান, আজ সকাল ১১টা ৩০মিনিটের সর্বশেষ খবর হচ্ছে তিনি সংকটময় মুহূর্তে আছেন।

অ্যাডভোকেট মাহবুবের পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।