আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সংক্রমণ বাড়াচ্ছে করোনার এক্সবিবি.১.৫ সাব-ভ্যারিয়েন্ট

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টের এক্সবিবি.১.৫ সাব-ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমিত হচ্ছে। শুক্রবার দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সাব-ভ্যারিয়েন্টে সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে।

অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চীনে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া এক্সবিবি.১.৫ সাব-ভ্যারিয়েন্ট নিয়ে ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

রয়টার্সের সাথে সাম্প্রতিক সাক্ষাত্কারে মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের একজন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মাইকেল অস্টারহোম বলেছেন, ‘সম্ভবত বিশ্ব সবচেয়ে খারাপ যে ভ্যারিয়েন্টটির মুখোমুখি হচ্ছে সেটি হচ্ছে এক্সবিবি।

তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের মধ্যে সাতটিতে যেখানে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে সেখানে এক্সবিবির বিস্তার বাড়ছে। তবে গত দুই বছরের সঙ্গে চলতি বছরের পার্থক্য হচ্ছে, এবার মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি।