নেত্রকোনার কলমাকান্দায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী আইনুল হক (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আইনুল হক ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা ও জেলার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া শাখার গ্রামীণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আইনুল হক মোটরসাইকেলযোগে কলমাকান্দায় যাচ্ছিলেন। দুপুরে গজারমারী নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।’