সারা বাংলা

শিবিরের নৃশংসতার শিকার ছাত্রলীগ নেতা চাকরি পেলেন

নৃশংসতার শিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল মাসুদ প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে চাকরি পেয়েছেন। শারীরিক অক্ষমতার কারণে তিনি কোথাও চাকরি পাচ্ছিলেন না। তাই চাকরির জন্য প্রধানমন্ত্রীর কাছেই আবেদন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রী তার আবেদনে সাড়া দিয়েছেন। রাবি চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে নিয়োগ পেয়েছেন তিনি।

সেকশন অফিসারের সমমানে রাবি কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে ছাত্রলীগ নেতা মাসুদ চাকরিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। চাকরিতে যোগদানের পর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ছাত্রলীগ মাসুদ।

গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাবি উপাচার্যের কাছে পাঠানো চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর মাসুদকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগদান করেছেন তিনি।

ছাত্রলীগ নেতা মাসুদ বলেন, ‘শিবিরের নৃশংস হামলায় আহত হওয়ার পর থেকে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাই আমার খোঁজখবর রেখেছেন ও উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। আমার চাকরির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশও করেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় চাকরি পেতে বিলম্ব হচ্ছিল। তাই চাকরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করি। প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি। আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।’ 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘ছাত্রশিবিরের সন্ত্রাসীরা রাবি ছাত্রলীগের অনেক নেতাকর্মীর উপর হামলা চালিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। ছাত্রলীগ নেতা মাসুদের পা কেটে গোড়ালী থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। নির্যাতিত এই ছাত্রলীগ নেতাকে চাকরি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। মাসুদ চাকরি পাওয়ায় আমরা খুশি। আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কতৃজ্ঞতা প্রকাশ করছি।’

২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশে যাওয়ার সময় রাবির জিয়া হলের সামনে নারকীয় হামলার শিকার হন ছাত্রলীগ নেতা মাসুদ। শিবিরের নৃশংস হামলায় সেদিন তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাসুদ ওই সময় রাবি শাখা ছাত্রলীগ কমিটির সদস্য ছিলেন।