সারা বাংলা

প্রসবের পর নিখোঁজ ভারসাম্যহীন নারী, নবজাতক পেল ঠিকানা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসবের পর নিখোঁজ হন। তবে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চেষ্টায় ওই নবজাতক ঠিকানা পেয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) আইনগত প্রক্রিয়া শেষে পরিচয়হীন কন্যা নবজাতকটিকে নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে। নাম রাখা হয়েছে জয়িতা।

এর আগে, সোমবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়ন পরিষদ এবং ভূমি অফিস সংলগ্ন জমিতে শুয়ে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন। পরে স্থানীয়দের সহায়তায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

সন্তান প্রসবের পরেও ওই নারীর পেট ফুলে থাকায় স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে ভারসাম্যহীন ওই নারী নিখোঁজ হন।

সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ‘গত দুইদিন ধরে হাসপাতালে ওই নবজাতকের দেখাশোনা করেন নিঃসন্তান এক ব্যবসায়ী দম্পতি। পরে তাদের ইচ্ছের পরিপ্রেক্ষিতে নবজাতককে ওই দম্পতির দায়িত্বে দেওয়ার সিদ্ধান্ত হয়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে এবং ১৮ বছর পর্যন্ত প্রতি তিন মাস পর পর উপজেলায় হাজির হওয়ার মতো নানা শর্ত মেনে ওই দম্পতি দায়িত্ব নেন।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ‘আশা করছি নিষ্পাপ শিশুটি ওই পরিবারে ভালো থাকবে।’