জাতীয়

শ্যামপুরে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কদমতলীর শ্যামপুরে বাথরুমের ভেতর বালতিতে পড়ে আফিফা আক্তার নামে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

আফিফার চাচা মোহাম্মদ কবির হোসেন বলেন, আমরা শ্যামপুর মাইনুদ্দিন রোডের একটি বাসার পঞ্চম তালার চতুর্থ তলায় ভাড়া থাকি। আজ দুপুরে আফিফার মা রান্না করছিলেন। ওই সময় তাকে পাওয়া যাচ্ছিলো না। শিশুটিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বাথরুমে গিয়ে দেখা যায়, বালতির ভেতর মাথা নিচে পা উপরের দিকে উপুর হয়ে পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আফিফাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং উপজেলার চর সিংগারিয়া গ্রামে। তার বাবার নাম কামাল হোসেন। দুই বোনের মধ‌্যে সে ছিলো ছোট।  

ঢামেক পুলিশ ক‌্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানায় জানানো হয়েছে।