সারা বাংলা

কোনও আসনেই জিতলেন না হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে হেরে গেছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

ভোট গণনা শেষে বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদ প্রার্থী রেজাউল করিম তান‌সেন বেসরকারিভাবে জয়ী হয়েছেন। অপরদিকে, বগুড়া ৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর আগে, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।