বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাণের মেলা অমর একুশে বইমেলা। বইমেলাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে আছে। প্রকাশনা প্রতিষ্ঠানগুলো পাঠকের হাতে তুলে দিচ্ছে নতুন বই। পাঠক সমাবেশ ৩৬ বছরেরও বেশি সময় ধরে পাঠকদের চাহিদা পূরণ করে আসছে। তাদের হাতে তুলে দিচ্ছে মানসম্মত বই। এবারের মেলাতেও এই প্রকাশনী থেকে বেরিয়েছে একাধিক বই। সেখান থেকে পাঁচটি বইয়ের কথা তুলে ধরা হলো।
শহীদুল জহিরের উপন্যাসসমগ্র
জাদুবাস্তবতার অনন্য নজির সৃষ্টি করেছিলেন শহীদুল জহির। নিম্নশ্রেণীর মানুষের অব্যক্ত কথামালাকে পুঁজি করে হয়ে উঠেছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। পাঠক সমাবেশ কর্তৃক শহীদুল জহিরের প্রকাশিত-অপ্রকাশিত সকল উপন্যাস নিয়ে 'শহীদুল জহির উপন্যাসসমগ্র' প্রকাশিত হয়েছে। বইটিতে রয়েছে: জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি, আবু ইব্রাহীমের মৃত্যু, মেহেরনি ছাড়াও আরো দুটি অপ্রকাশিত উপন্যাস- চন্দনবনে এবং উড়াল। প্রচ্ছদ করেছেন সেলিম আহমেদ। মূল্য ৯৯৫ টাকা।
সক্রেটিস জীবন মৃত্যু দর্শন
আমরা যখন দর্শন নিয়ে ভাবি, দার্শনিকের অপার জ্ঞান সম্পর্কে ভাবি তখন মাথায় আসে সক্রেটিসের নাম। ‘সক্রেটিস : জীবন মৃত্যু দর্শন' সেই সক্রেটিসকে নিয়েই লেখা। বইটি দুটি ভাগে বিভক্ত। প্রথম ভাগ : সক্রেটিসের জীবন ও মৃত্যু, দ্বিতীয় ভাগ : সক্রেটিসের দর্শন। বইটি লিখেছেন আমিনুল ইসলাম ভুইয়া। প্রচ্ছদ আনিসুজ্জামান সোহেল। মূল্য ৫৯৫ টাকা।
শাহাদুজ্জামানের গল্প, অগল্প, না-গল্প সংগ্রহ
শাহাদুজ্জামান এ সময়ের লেখকদের মধ্যে অন্যতম মননশীল লেখক। যার লেখায় লোকগাঁথার গল্প ও আধুনিকতা মিলেমিশে একাকার হয়ে যায়। এই বইয়ের মাধ্যমে নতুন পাঠক যেমন কথাসাহিত্যিকের লেখার সঙ্গে পরিচিত হবেন, তেমনি অন্যান্য পাঠকরা পাবেন এক বইয়ে তার দুইটি গল্পগ্রন্থের সব গল্প, একটি উপন্যাস এবং অগ্রন্থিত ছয়টি গল্প। বইটিতে যে দুটি গল্পগ্রন্থ আছে: কয়েকটি বিহ্বল গল্প এবং পশ্চিমের মেঘে সোনার সিংহ। দুটি গল্পগ্রন্থ মিলে মোট পঁচিশটি ছোটগল্প স্থান পেয়েছে বইটিতে। বইটির প্রচ্ছদ এঁকেছেন সেলিম আহমেদ। মূল্য ৫৯৫ টাকা।
বাংলার ত্রস্ত নীলিমা
জীবনানন্দ দাশ যখন নানাভাবে নানা দিকে বিড়ম্বিত বোধ করছিলেন এবং প্রকৃতির সান্নিধ্যে দাঁড়াচ্ছিলেন তখন বিশেষ ভাবাবেগে আক্রান্ত হয়ে 'আবহমান বাংলা ও বাঙালি’র পরিপ্রেক্ষিতে কতগুলো ‘সনেট; লিখেছিলেন। কবি কবিতাগুলো ‘বাংলার ত্রস্ত নীলিমা’ নামে প্রকাশ করার কথা ভেবেছিলেন। অনেক ভাবনার মতো এ ভাবনাটিও জীবনানন্দ বাস্তবায়ন করেননি। কবির মৃত্যুর প্রায় ৬৬ বছর পর অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী’র উদ্যোগে ২০২১-এ ‘বাংলার ত্রস্ত নীলিমা’ শেষ পর্যন্ত প্রকাশিত হয়েছে। বইটিতে 'রুপসী বাংলা' এর সকল কবিতার পাশাপাশি জীবনানন্দের হাতে লেখা পান্ডুলিপিও লিপিবদ্ধ। বইটির প্রচ্ছদ করেছেন সেলিম আহমেদ। মূল্য ৬৯৫ টাকা।
বনানন্দ পত্রাবলি
জীবনানন্দ নিয়মিত চিঠি লিখতেন, যত্ন নিয়ে। তাঁর লেখার খাতা খুলে পাওয়া যায় অনেক চিঠির খসড়া, অনেক ক্ষেত্রে চিঠি ডাক করার আগে সেটির অনুলিপিও করেছেন। চিঠিপত্রে তিনি ছিলেন অন্তরঙ্গ কবি। কবিতার দুর্ভাবনা ছাড়া এই ব্যক্তিটির ভাবনার মতো আর কিছুই ছিলো না। জীবনানন্দ পত্রাবলি সম্পাদনা করেছেন ফয়জুল লতিফ চৌধুরী। প্রচ্ছদ আনিসুজ্জামান সোহেল। মূল্য ৬৯৫ টাকা।
বইগুলো পাওয়া যাবে পাঠক সমাবেশের ৭ নম্বর প্যাভিলিয়নে।