সারা বাংলা

বেরোবিতে ছাত্র-বহিরাগত সংঘর্ষ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটক এলাকায় শিক্ষার্থী ও‌ বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়েছে। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ইটপাটকেল ছোঁড়াছুড়ির এ সংঘর্ষ চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত। এ সময় মহানগর তাজহাট থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ এসে টিয়ার সেল ছুড়ে দুই গ্রুপের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। 

এ ঘটনায় কুড়িগ্রাম-ঢাকা মহসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ থেকে দুর্ভোগের সৃষ্টি হয়। এখনও বিশ্ববিদ্যালয় এলাকাসহ পার্ক মোড় এলাকায় ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বহিরাগতরা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করে। আজও এক শিক্ষার্থীকে কয়েকজন বহিরাগত হয়রানি ও কথার কাটাকাটির ঘটনা ঘটলে উক্ত পরিস্থিতি সৃষ্টি হয়। বর্তমানে পার্ক মোড় এলাকাসহ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতের খবর শোনা গেলেও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।