খেলাধুলা

বিপিএলের মাঝে ওমরাহ পালনে সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ পারফর্ম করছে সাকিব আল হাসানের দল ফরচুন বরিশাল। ১০ ম‌্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে এরই মধ‌্যে নিশ্চিত করেছে প্লে অফ। ব‌্যাট হাতে সাকিব দুর্দান্ত পারফর্ম করছেন। বল হাতেও আছেন বেশ ছন্দে। বেশ ভালো সময় যাচ্ছে টুর্নামেন্টে।

এর মাঝেই ওমরাহ করতে গেলেন বরিশাল অধিনায়ক। খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবার বরিশালের ম্যাচটি খেলে রাতে সৌদি আরবের উদ্দেশে উড়াল দেন সাকিব। তিন দিনের সফর শেষে সোমবার সকালে দেশে ফিরবেন তিনি।

বরিশাল ফ্র্যাঞ্চাইজির মিডিয়া ম‌্যানেজার সেকান্দার আলী বলেছেন, ‘গতকাল (শুক্রবার) রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সাকিব। ফিরবেন আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায়। তিনি ৭ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।’

এ সময়ে কোনো ম‌্যাচ মিস হচ্ছে না সাকিবের। খেলতে পারবেন বরিশালের পরের ম‌্যাচেই। লিগ পর্বে তাদের শেষ দুটি ম‌্যাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি।