‘বণিক বার্তা-ওয়ালটন বিশ্বকাপ ফুটবল কুইজ-২০২২’ এর প্রথম ও দ্বিতীয় পর্বের ড্র মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি, ২০২৩) বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রথম পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন রেফ্রিজারেটর (২২০ লিটার) জিতেছেন গিয়াসউদ্দিন আনসারী। আর দ্বিতীয় পর্বের প্রথম পুরস্কার ১টি ওয়ালটন ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন সুরাইয়া।
ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর (পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মোস্তাফিজুর রহমান, এডিশনাল ডিরেক্টর (পিআর মিডিয়া অ্যান্ড ব্র্যান্ডিং) এস এম আতিকুর রহমান, মার্কেটিং ও কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সপাল অফিসার আরজু হোসেন, বণিক বার্তার বার্তা সম্পাদক হোসেন শহীদ মজনু, প্রধান প্রতিবেদক মো. বদরুল আলম, বিভাগীয় প্রধান (বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং) মো. মঞ্জুর হোসাইন, প্রধান মানবসম্পদ কর্মকর্তা সুমন কুমার দে, বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান মৃদুল, রকিবুল আলম রাজু, মো. ওমর ফারুক, জ্যেষ্ঠ সহ-সম্পাদক সানজিদ অর্নব প্রমুখ।
প্রথম পর্বের অন্যান্য পুরস্কার: দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি ১টি (বিজয়ী: মীর হাবুল)। তৃতীয় পুরস্কার: ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডি টিভি ১টি (বিজয়ী: মারিয়া তুজ জাহান)।
চতুর্থ পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী: জুনাইদ মাসুদ, প্রান্তি ও মানহা)।
পঞ্চম পুরস্কার: ওয়ালটন ব্লেন্ডার ৩টি (বিজয়ী মীম, খন্দকার এরফান আলী, জান্নাতুন নাঈম)। দ্বিতীয় পর্বের অন্যান্য পুরস্কার:
দ্বিতীয় পুরস্কার: ওয়ালটন ৩২ ইঞ্চি এলইডি টিভি ১টি (বিজয়ী ফেরদৌসী বেগম)।
তৃতীয় পুরস্কার: ওয়ালটন ২৪ ইঞ্চি এলইডিটিভি ১টি (বিজয়ী মো. বিপ্লব)।
চতুর্থ পুরস্কার: ওয়ালটন গ্যাস স্টোভ ৩টি (বিজয়ী আকবর আলী, সেলিম ও সেলিম)। পঞ্চম পুরস্কার: ওয়ালটন রাইস কুকার ৩টি (বিজয়ী মোবারক খান, আয়েশা আক্তার, মো. খলিলুর রহমান)।
শিগগিরই বিজয়ীদের ফোনে পুরস্কার প্রদানের দিনক্ষণ জানিয়ে দেয়া হবে।