নওগাঁয় ডাকাতদের কবল থেকে একটি ধান বোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ট্রাকটিতে ৭০ লাখ টাকার ধান ছিলো। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এতথ্য জানান।
পুলিশ সুপার রাশিদুল হক জানান, গতকাল বৃহস্পতিবার রাতে নওগাঁর মান্দা থেকে নিলফামারী যাওয়ার পথে ধান বোঝাই একটি ট্রাক বদলগাছী এলাকায় ডাকাতদের কবলে পড়ে। খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। পরে ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।