মাঘের ‘বাঘ পালানো’ শীত বিদায় নিয়েছে। খানিক উষ্ণ আর খানিক হালকা হিমেল বাতাস ইতোমধ্যে দেশের বেশির ভাগ এলাকায় বইতে শুরু করেছে। এরই মধ্যে দিনাজপুরে আবরো জেঁকে বসেছে শীত। এ জেলায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, আজ (মঙ্গলবার) সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল একই সময় উত্তরের এই জেলার তাপমাত্রা ছিলো ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৫৩ শতাংশ।