সারা বাংলা

ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ হাফেজ উল্লাহ (৬৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এতথ্য জানান।

নুরুল আবছার জানান, কক্সবাজার থেকে বাসযোগে চট্টগ্রামে ইয়াবা আসছে বলে জানতে পারে র‌্যাব। গতকাল রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করা হয়। এসময়  একটি বাস তল্লাশীকালে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মালামাল রাখার সাইডবক্সের ভেতরের একটি ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।

তিনি আরও জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।