পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধর করে মোটরসাইকেল ও তাদের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত বুধবার পৌর এলাকার কুমারখালীর পুলিশ লাইন সড়কের আনসার ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে, ওই ঘটনায় রাতেই শহরের কুমারখালী এলাকা থেকে মিরাজ তালুকদার (৪৫) এবং আলকাছ সিকদার (৫০) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আহতদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল, মোবাইলফোন ও নগদ টাকা উদ্ধার হয়নি।
আহতরা হলেন- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু (৭০) ও তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮)।
বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু জানান, গত বুধবার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেই। সেখান থেকে মোটরসাইকেলে করে ছেলে অপূর্বর সঙ্গে পিরোজপুরে শহরের মাছিমপুরের বাসায় ফিরছিলাম। কুমারখালী এলাকার পুলিশ লাইনস সড়কের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্তরা রামদা, চাইনিজ কুড়াল, হকিস্টিক, লাঠি নিয়ে মোটরসাইকেলের পথ রোধ করে। পরে তারা পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার কারায় তারা আমি ও আমার ছেলেকে মারধর করে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা আমাদের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, ছেলের ঠিকাদারি ব্যবসার ৭০ হাজার টাকা, গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে। পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মাসুদুজ্জামান জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু ১১ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।